টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশে পাঠ্যপুস্তক বিতরণ
সারাদেশের মতো টাঙ্গাইলেও উৎসবমুখর পরিবেশে বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। বই পেয়ে ভীষণ খুশি শিক্ষার্থীরা। বই উৎসবকে কেন্দ্র করে রবিবার সকাল সকাল শিক্ষার্থী ও অভিভাবকরা স্কুল প্রাঙ্গণে এসে উপস্থিত হয়।
প্রথমেই জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তা কালেক্টরেট স্কুলে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। পরে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বই উৎসবে যোগদান করেন তিনি। জেলায় প্রাথমিক পর্যায়ে এক লাখ ৫৯ হাজার শিক্ষার্থীর হাতে বই তুলে দেয়া হচ্ছে।
পর্যায়ক্রমে জেলার সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হবে। জেলায় মোট প্রাথমিক শিক্ষার্থী সংখ্যা ৫ লাখ ৫০ হাজার, বই রয়েছে ১৯ লাখ ৭ হাজার ১১৮টি। এ পর্যন্ত ৭০ শতাংশ বই জেলায় পাওয়া গেছে।
শিক্ষার্থীরা জানান, বছরের প্রথম দিনেই বই হাতে পেয়ে তারা খুবই আনন্দিত, বইয়ের নতুন ঘ্রাণ নিয়ে নতুন উদ্যোমে পরা লেখা করে মানুষের মতো মানুষ হওয়ার অভিপ্রায় ব্যক্ত করেন।
এদিকে বই উৎসবে জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার জানান, শিক্ষা জাতির মেরুদণ্ড, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করায় শিক্ষার্থীরা আরো বেশি পড়ালেখার প্রতি আকৃষ্ট হবে। এই শিশুরাই একদিন দেশের উন্নয়ন করবে।