নতুন উপাচার্য পেল সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়
প্রায় দেড়মাস শূন্য থাকার পর নতুন উপাচার্য পেল সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়। রবিবার উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন।
বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে এ পদে নিয়োগ দিয়েছেন। রবিবার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। ৪ বছরের জন্য এনায়েত হোসেনকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এর আগে মেডিকেল বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন অধ্যাপক ডা. মোর্শেদ আহমদ চৌধুরী। গত বছরের ১৯ নভেম্বর তার মেয়াদ শেষ হলে উপাচার্য শূন্য হয়ে পড়ে মেডিকেল বিশ্ববিদ্যালয়টি।