বছরের শেষ দিনেও ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া!
কোরীয় উপদ্বীপের পূর্ব দিকের সাগরে স্বল্পপাল্লার তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী দাবি করেছে, শনিবার সকাল আটটার দিকে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেছেন, পিয়ংইয়ংয়ের দক্ষিণের নর্থ হোয়ানঘায়ে প্রদেশ থেকে স্থানীয় সময় সকাল আটটার দিকে স্বল্পপাল্লার তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বলেছে, ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত উড়েছে। এর আগে জাপানের কোস্টগার্ড বলেছে, একটি ক্ষেপণাস্ত্র সাগরে পড়েছে।
অন্যদিকে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, উত্তর কোরিয়া বারবার ব্যালেস্টিক মিসাইল ছুড়ছে যা জাপান, এই অঞ্চল এবং আন্তর্জাতিক গোষ্ঠীর শান্তি এবং নিরপত্তা ঝুঁকির মুখে ফেলছে। এই ধরনের ব্যালেস্টিক মিসাইল ছোড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আইন বিরোধী বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সূত্র: আল জাজিরা