বিএনপি নেতা কামাল হত্যা মামলা দ্রুত বিচার আদালতে হস্তান্তরের দাবি
সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আ ফ ম কামালের খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং মামলাটি দ্রুত বিচার আদালতে হস্তান্তরের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার দুপুরে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।
জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল গাফফার, সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক ও মামুনুর রশিদ মামুন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট এ টি এম ফয়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী, অ্যাডভোকেট আতিকুর রহমান শাবু, মহানগর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, সদস্য সচিব আফসর খান, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, জেলা বিএনপি নেতা আজির উদ্দিন চেয়ারম্যান, ফেঞ্জুগঞ্জ উপজেলা বিএনপির ষবাপতি ওয়াহিদুজ্জামান চৌধুরী সুফি ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ প্রমুখ।
এছাড়াও জেলার সকল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে অনুরূপ স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর রাতে প্রাইভেটকার চালিয়ে বালুচরস্থ বাসায় ফিরছিলেন বিএনপি নেতা ও সিলেট আইন মহাবিদ্যালয়ের সাবেক জিএস আ ফ ম কামাল। বড়বাজার এলাকায় আসার পর স্থানীয় যুবলীগ নেতার নেতৃত্বে কয়েকজন যুবক মোটরসাইকেলে এসে প্রাইভেটকারটির গতিরোধ করে। পরে গাড়ির ভেতরে কুপিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করে ফেলে যায় তারা।
এ সময় তার আর্তচিৎকার শুনে স্থানীয় লোকজন এসে কামালকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।