বিপিএলে ডিআরএসের বিকল্প ‘এডিআরএস’

নতুন বছরের ৬ জানুয়ারি পর্দা ওঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। চলতি টুর্নামেন্টের শুরু থেকেই অতিরিক্ত ডিসিশন রিভিউ সিস্টেম (এডিআরএস) ব্যবহার করা হবে।

মূলত ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম) এর পরিবর্তে ব্যবহার করা হবে এডিআরএস। মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত পর্যালোচনা জন্য এটি একটি বিশ্বস্ত সিস্টেম।

যেহেতু এই মুহূর্তে হক-আই এবং ভার্চুয়াল আই’র মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তি ব্যবহার করা যাচ্ছে না। তাই বিপিএল গভর্নিং কাউন্সিল আগের আসরগুলোর মতো এবারও ডিআরএস আনতে পারেনি।
কমিটির বৈঠক শেষে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক সাংবাদিকদের জানান, ‘এই মুহূর্তে হক-আই এবং ভার্চুয়াল আই প্রযুক্তি পাওয়া যাচ্ছে না।। সাধারণত ভার্চুয়াল আই অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড থেকে আমদানি করা হয়। যদি হক-আই আনা হলে আগেই তাদের নিশ্চিত করতে হবে।’

গত আসরে শেষ চার ম্যাচে ডিআরএস ব্যবহার করা হয়েছিল। এবারের আসরের কোয়ালিফাইয়ার, এলিমিনেটর এবং ফাইনালের মতো নক আউট ম্যাচগুলোতে ডিআরএস ব্যবহার করা হবে বলে নিশ্চিত করেছেন মল্লিক।

তিনি বলেন, ‘আমরা এলিমিনেটর এবং ফাইনাল ম্যাচের মতো নক আউটের সব ম্যাচেই ডিআরএস ব্যবহার করতে পারবো। কারণ ওই সময় সকল প্রযুক্তি পাওয়া যাবে।’

ডিআরএসের মতো প্রযুক্তির অভাবে গতবার সমস্যায় পড়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তারপরও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছিল তারাই। এবারও ডিআরএস না থাকায় হতাশ কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

এদিকে চলতি বিপিএলের প্রাইজমানিও বাড়ানো হয়েছে। এবার চ্যাম্পিয়ন দল ১ কোটি টাকার পরিবর্তে পাবে পাবে ২ কোটি টাকা। রানার্স-আপ দল পাবে ১ কোটি টাকা। এছাড়াও বিপিএলের ম্যান অব দ্য সিরিজ হিসেবে পাবে ১০ লাখ টাকা। সেরা বোলার ও ব্যাটারদেরও পুরস্কার দেয়া হবে। সবমিলিয়ে প্রাইজমানি হবে ৪ কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *