ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি কিশোর নিহত
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে জৈন উদ্দিন (১৮) নামে বাংলাদেশি এক কিশোর নিহত হয়েছে। সে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের বনপুর আদর্শ গ্রামের নুর মিয়ার ছেলে।
রবিবার ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার বিকাল ৪টায় কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্ত দিয়ে স্থানীয় চার কিশোর ও তরুণ কাঠ সংগ্রহের জন্য ভারত অংশে অনুপ্রবেশ করে। এ সময় ভারতীয় খাসিয়াদের ছোঁড়া গুলি জৈন উদ্দিনের ঘাড়ে ও পিঠে বিদ্ধ হলে ঘটনাস্থলেই সে প্রাণ হারায়। তবে তার সাথে থাকা বাকি তিন জন দৌড়ে বাংলাদেশে চলে আসে। ওইদিন সন্ধ্যার পর তারা ফের গিয়ে আবার জৈন উদ্দিনের লাশ নিয়ে আসে।
কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান, ভারতীয়দের গুলিতে সীমান্ত এলাকায় একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে বিকালে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ২৫ ডিসেম্বর সিলেটের জৈন্তাপুরে ভারতীয় খাসিয়াদের গুলিতে আব্দুস সালাম (৫২) নামে একজন নিহত হন। তিনি উপজেলার নিজপাট মাহুতহাটি বর্তমান গোয়াবাড়ি আদর্শ গ্রামের মছদ্দর আলীর ছেলে।