মৌলভীবাজারে ঘাটতি নিয়েই বই উৎসব

মৌলভীবাজারে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বই উৎসব সম্পন্ন হয়েছে। নতুন বই পেয়ে আনন্দে মাতোয়ারা শিক্ষার্থীরা। তবে জেলায় প্রাথমিক পর্যায়ে ৩৫ শতাংশ ও মাধ্যমিক পর্যায়ে ৩০ শতাংশ বই ঘাটতি নিয়েই নতুন শিক্ষা বর্ষ শুরু হয়েছে। রবিবার সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক উৎসবের মাধ্যমে বই বিতরণ করা হয়।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিস জানায়, পুরো জেলায় তাদের শিক্ষার্থী রয়েছে ২ লাখ ৭৭ হাজার, বইয়ের চাহিদা ৩৬ লাখের উপরে। তবে এখন পর্যন্ত বিভিন্ন উপজেলায় বই এসে ৭০ শতাংশ।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায়, পুরো জেলায় তাদের শিক্ষার্থী রয়েছে ২ লাখ ৫৯ হাজার, বইয়ের চাহিদা ১২ লাখ ৮০ হাজার। তবে এ পর্যন্ত বই এসেছে ৬৫ শতাংশ। বছরের প্রথম দিন পুরো সেট বই না পাওয়ায় আনন্দের পাশাপাশি হতাশাও বিরাজ করেছে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে।
বই বিতরণে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলা উদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসন, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান ও জেলা শিক্ষা অফিসার ফজলুর রমান প্রমুখ। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ে বই বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *