ম্যানসিটির হতাশার ম্যাচেও হাল্যান্ডের গোল

ম্যানচেস্টার সিটির হতাশাজনক ড্রয়ের দিনেও গোল করেছেন আর্লিং হাল্যান্ড। দেমারাই গ্রের দর্শনীয় গোলে এভারটন ১-১ গোলে রুখে দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নদের। তাতে পয়েন্ট হারিয়ে ২০২২ সাল শেষ করলো সিটিজেনরা।

২৪তম মিনিটে মৌসুমের ২১তম লিগ গোল করেন হাল্যান্ড। প্রিমিয়ার লিগ মৌসুমে সবচেয়ে বেশি গোল করে বছর শেষ করলেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। কিন্তু এভারটন পাল্টা জবাব দেয় গ্রের বাঁকানো শটে করা ৬৪তম মিনিটের গোলে।

দ্বিতীয়ার্ধে ম্যাচ অফিসিয়ালদের প্রযুক্তিগত ভুলের কারণে ১১ মিনিট যোগ করা হয়েছিল। কিন্তু সিটি তিন পয়েন্ট আদায় করতে পারেনি।
রিয়াদ মাহরেজের বানিয়ে দেওয়া বলে হাল্যান্ড গোলমুখ খোলেন। গোলকিপার জর্ডান পিকফোর্ড ও বেন গডফ্রে বল বিপদমুক্ত করতে পারেননি। ম্যাচ এক ঘণ্টা পেরোতেই গ্রে মাঝমাঠ থেকে বল টেনে একক প্রচেষ্টায় সিটি কিপার এডারসনকে পরাস্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *