রাজধানীবাসীর ইংরেজি নতুন বছর উদযাপন
শুরু হলো ইংরেজি নববর্ষ ২০২৩ এর যাত্রা। ফানুস এবং আতশবাজির মাধ্যমে পৃথিবীর মন্দকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানালো রাজধানীবাসী।
নতুন বছর বরণ উপলক্ষ্যে থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও পটকাবাজি ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবুও পুরনোকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লায় ফুটানো হয় আতশবাজি ও পটকা, আকাশে ওড়ানো হয় ফানুস।
শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরো, শেরেবাংলা নগর, আগারগাঁও, মিরপুর, রামপুরা, বাড্ডা, পুরান ঢাকার চকবাজার, তাঁতী বাজার, চানখারপুল, বংশাল, ধোলাইখাল, সূত্রপুর, নারিন্দা, যাত্রাবাড়িসহ বিভিন্ন এলাকায় থার্টি-ফার্স্ট নাইটের আনন্দ উল্লাসের অংশ হিসেবে আতশবাজি ও পটকা ফোটাতে দেখা গেছে।