লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সম্পাদক কাউছারের ইন্তেকাল
লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি মো. কাউছার ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (১ জানুয়ারি) দুপুরে তার নামাজে জানাযা আদায় শেষে নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
সকাল ৯টায় লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে ১ম ও পরে লাহারকান্দির নিজ গ্রামে ২য় জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে ঢাকার জাপান বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। এদিকে তার মৃত্যুতে জেলার সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে আসে। এছাড়া গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতারা। এদিকে লক্ষ্মীপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ৩দিনের শোক কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান নেতারা।