২০২৩ থেকে আরও ভয়ঙ্কর বেনজেমাকে দেখা যাবে: আনচেলত্তি

চোট কাটিয়ে ফেরার ম্যাচটা ভালোই কেটেছে করিম বেনজেমার। রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে শুরুতে নিজের ছায়া হয়ে থাকা রিয়াল মাদ্রিদ তারকা শেষ দিকে ছড়িয়েছেন আলো। তার পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ কার্লো আনচেলত্তি সতর্কবার্তা দিলেন বাকি সব দলগুলোকে। তার মতে, এবার ভিন্ন এক বেনজেমাকে দেখবে ফুটবল বিশ্ব।

চলতি বছরে নিজেদের শেষ ম্যাচে গত শুক্রবার ভাইয়াদলিদের মাঠে খেলতে নামে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষকে ২-০ গোলে হারিয়ে লা লিগায় শীর্ষে ওঠে দলটি। দুটি গোলই করেন বেনজেমা। কাতার বিশ্বকাপে রানার্সআপ হওয়া ফ্রান্স দলের অংশ হতে পারতেন বেনজেমা। কিন্তু আসর শুরুর আগ মুহূর্তে ঊরুর চোটে ছিটকে যান অভিজ্ঞ এই স্ট্রাইকার। এরপর বিদায়ই বলে দেন আন্তর্জাতিক ফুটবলকে।

চোটের পর রিয়ালের হয়ে ফেরার ম্যাচে জোড়া গোল করায় বিশ্বকাপে খেলতে না পারার হতাশা একটু হয়তো কাটতে পারে বেনজেমার। ৮৩ মিনিটে সফল স্পট-কিকে দলকে এগিয়ে নেওয়ার ৬ মিনিট পর দারুণ ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। ম্যাচের পর ডিএএনজেডকে আনচেলত্তি বলেন, সামনে দেখা যাবে আরও ভয়ঙ্কর বেনজেমাকে।
তিনি জানান, বেনজেমাকে আমার বেশ অনুপ্রাণিত লাগছে। আমার মনে হয়, ২০২৩ সাল থেকে ভিন্ন এক বেনজেমাকে দেখা যাবে।

২০২২ সালে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০টি গোলে সম্পৃক্ত বেনজেমার নাম। লা লিগার খেলোয়াড়দের মধ্যে যা সর্বোচ্চ। সবশেষ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৬ ম্যাচ খেলে ৪৪ গোল করেন বেনজেমা। সবশেষ ব্যালন দ’র জেতেন তিনিই। কিন্তু চলতি মৌসুমে চোট বেশ ভোগাচ্ছে তাকে। তবে এর মধ্যেও ১৩ ম্যাচে ৮ গোল করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *