৫ দফা দাবিতে যশোরে বিড়ি মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

রাজস্ব ফাঁকি দেওয়া নকল বিড়ি তৈরি বন্ধসহ ৫ দফা দাবিতে যশোর জেলা বিড়ি মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন মানববন্ধন ও কাস্টমস অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে। রবিবার বেলা ১১টায় যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অফিসের সামনে এ কর্মসূচি পালিত হয়। পরে যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অফিসের কমিশনার মোয়াজ্জেম হোসেনের কাছে ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন শ্রমিক নেতারা।

স্মারকলিপিতে বিড়ি শিল্পকে শুল্কমুক্ত করে বিড়ি শ্রমিকদের মজুরী বৃদ্ধি করা, সিগারেটের মতো বিড়িতেও অগ্রিম আয়কর ৩ শতাংশ নির্ধারণ ও বহুজাতিক কোম্পানির সিগারেটের মূল্য বৃদ্ধির ব্যবস্থা নেওয়া। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এম কে বাঙ্গালী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সহ-সভাপতি নাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক হারিক হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর প্রমুখ। বক্তারা বলেন, কিছু অসাধু ব্যবসায়ী রাজস্ব ফাঁকি দিয়ে কমদামে অবৈধভাবে বিড়ি তৈরি ও বিক্রি করায় একদিকে সরকার যেমন রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রকৃত বিড়ি শিল্প মালিক ও শ্রমিকরা। এর সাথে কাস্টমসের কিছু অসাধু দুর্নীতিপরায়ণ কর্মকর্তাও জড়িত আছে বলে বক্তারা অভিযোগ করেন। বক্তারা বলেন, বিড়ির শুল্ক কমালে নকল বিড়ি তৈরি বন্ধ হবে, সরকারের রাজস্বও বৃদ্ধি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *