বায়ার’র অ্যাম্বাসেডর হয়ে জার্মানি যাচ্ছেন শেকৃবির সামিউল

শেকৃবি প্রতিনিধি

ফসল উৎপাদনে কীটনাশকের ব্যবহার এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। তবে অনিয়ন্ত্রিত কীটনাশক ব্যবহার স্বাস্থ্য ঝুঁকিতে ফেলতে পারে কৃষক থেকে ভোক্তা পর্যন্ত সবাইকে। তাই কৃষকদের মাঝে সচেতনা বৃদ্ধিতে বিভিন্ন মাধ্যমে কাজ করছে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। এরই প্রেক্ষিতে বহুজাতিক কৃষিভিত্তিক প্রতিষ্ঠান বায়ার ক্রপ সায়েন্স ২য় বারের মতো বাংলাদেশ থেকে ‘সেফ ইউজ অ্যাম্বাসেডর’ নির্বাচন করেছে।

এতে কীটনাশক ব্যবহারে সচেতনতা বিষয়ক ভিডিও প্রচার ও প্রতিযোগীতার মাধ্যমে নির্বাচিত হয়ে জার্মানি যাওয়ার সুযোগ পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিউল আলম। আগামী ৭ অক্টোবর বায়ার ক্রপ সায়েন্স সদর দফতরের উদ্দেশ্যে এক সপ্তাহের শিক্ষামূলক সফরে যাবেন সামিউল।

রবিবার শেকৃবিতে আনুষ্ঠানিকভাবে তাকে বিমানের টিকেট হস্তান্তর করে বায়ার ক্রপ সায়েন্স, বাংলাদেশ। অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়য়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. অলোক কুমার পাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুর রাজ্জাক এবং কৃষি রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম।
অধ্যাপক ড. অলোক কুমার পাল বলেন, কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে কীটনাশকের নিরাপদ ব্যবহার সম্পর্কে ব্যবহারকারী, বিক্রেতা এবং সমস্ত স্টেকহোল্ডারদের মধ্যে সচেতনতা তৈরি করতে বায়ার সত্যিই ভালো একটি উদ্যোগ নিয়েছে। কৃষকদের জীবনমান উন্নয়ন এবং পরিবেশের সংরক্ষণে এসব উদ্যোগ অব্যাহত রাখার জন্য প্রতিষ্ঠানটিকে তিনি ধন্যবাদ জানান। সামিউল আলম জানান, ২য় বারের মতো বিশ্ববিদ্যালয় থেকে দেশকে রিপ্রেজেন্ট করা আমার জন্য একই সাথে অকল্পনীয় এবং আনন্দের বিষয়। এ থেকে অর্জিত অভিজ্ঞতা আমার দেশের কৃষকদের জন্য ব্যয় করার ইচ্ছা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *