ব্রাহ্মণবাড়িয়ায় জনি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পায়ের রগ কেটে আলোচিত ও চাঞ্চল্যকর জনি হত্যা মামলার অন্যতম প্রধান আসামি সাচ্চু মিয়াকে (৫৫) গ্রেফতার করেছে র্যাব-৯ সদস্যরা। রবিবার দুপুরে র্যাব-৯ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার সাচ্চু আশুগঞ্জ উপজেলার তালশহর এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান আবু সামার ছেলে। গত শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পৌরসভা মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৪ আগস্ট সোমবার রাতে হামলাকারী সাচ্চুসহ তার বাহিনী নির্বাচনী সহিংসতাকে ঘিরে জনি মিয়াকে (৩৫) তালশহর নতুন বাজার জিল্লুর রহমান ব্রিজের উপর হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এসময় তারা জনি মিয়ার দুই পাসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন। পরে জনিকে ঢাকা নেওয়ার পথেই পথিমধ্যে মরা যায়। এ ঘটনায় জনির বাবা মোকসেন মিয়া বাদী হয়ে আশুগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে র্যাব-৯ চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
পরবর্তীতে (৩০ সেপ্টেম্বর) শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পৌরসভা মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে প্রধান আসামী সাচ্চু মিয়াকে গ্রেফতার করা হয়। পরে আইনগত গ্রেফতারকৃত সাচ্চুকে জেলার আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিত আহমেদ বলেন, মামলার প্রধান আসামি সাচ্চুকে র্যাব গ্রেফতার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা তাকে আদালতে প্রেরণ করেছি।