কোচ প্রসঙ্গে মিরাজ: খেলতে হবে খেলোয়াড়দেরই
রাসেল ডমিঙ্গোর বিদায়। বছরের শুরুতেই টাইগাদের জন্য নতুন প্রধান কোচ আনতে চলেছে বিসিবি। চলতি বছরই ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানপডে বিশ্বকাপ। তাতে টাইগারদের নতুন কোচের সাথে মানিয়ে নেওয়ার ব্যাপারটা প্রভাব ফেলতে পারে খেলায়।
তবে কোচের পরিবর্তনে বিশ্বকাপ প্রস্তুতি কোনো প্রভাব ফেলবে না বলেই মনে করেন মেহেদী হাসান মিরাজ। তার মতে মাঠে মূল কাজটা খেলোয়াড়দেরই করতে হবে বলে জানান এ অলরাউন্ডার।
মিরাজ বলেছেন, ‘বিশ্বকাপ ভারতে হবে। তার আগে আমাদের অনেক ম্যাচ আছে, সিরিজ আছে। বিশ্বকাপটা বড় ইভেন্ট। সেজন্য ওইভাবেই প্রস্তুতি নিতে হবে। আমরা যদি এখন থেকেই প্রস্তুতি নেই তাহলে আমাদের জন্য ভালো হবে। যে ধারাবাহিকতা নিয়ে আমরা খেলে এসেছি সেটা যদি কন্টিনিউ করতে পারি তাহলে টিমের জন্য অবশ্যই ভালো হবে।’ বলেন এ অলরাউন্ডার।
মিরাজ আরও বলেছেন, ‘খেলোয়াড় হিসেবে সবাই কিন্তু নিজের প্রস্তুতি, নিজের সম্পর্কে জানে। আমি নিজেকে কীভাবে ইম্প্রুভ করবো কিংবা নিজের প্রস্তুতিটা কি। আলটিমেটলি খেলতে হবে কিন্তু খেলোয়াদেড়ই। এবং ভালো খেলতে হবে খেলোয়াড়দের। তাদের প্রস্তুতিটাই গুরুত্বপূর্ণ।’
তার মতে, ‘নিজেদের বেসিক এবং স্ট্রং যে জায়গাগুলো আছে সেগুলো আর স্ট্রং করতে হবে। আমাদের ল্যাকিংস যেগুলো আছে সেগুলো নিয়ে কাজ করবো এই ঘরোয়া প্রতিযোগিতার ভেতরে। এরপর নতুন যারা আসবে (কোচ) তারা তাদের পরিকল্পনা অনুযায়ী সাজাবে। সেখানে আমরা আমাদের থিংকসগুলো (ভাবনা) দেব কিভাবে খেলতে পছন্দ করি বা আমাদের কোন জায়গায় কি প্রবলেম। এটা একটা কম্বিনেশনের ব্যাপার।’