চাঞ্চল্যকর সালেহা হত্যা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঞ্চল্যকর সালেহা বেগম হত্যা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি ফিরোজকে (৩৫) গ্রেফতার করেছে র‍্যাব-১১।

গ্রেফতারকৃত আসামি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নাসিক ১নং ওয়ার্ড মিজমিজি দক্ষিণ বাতেন পাড়া এলাকার মৃত নবী হোসেনের ছেলে।

সোমবার দুপুরে র‍্যাব-১১ এর উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেন।
র‍্যাব জানায়, ২০০৬ সালের ২৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় সালেহা বেগম নামে এক নারীর পরিবারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে দ্রুত স্থান ত্যাগ করেন ফিরোজ ও তার বাহিনীর সদস্যরা। পরবর্তীতে ভিকটিমের আশপাশের বাসিন্দারা আহত অবস্থায় চিটাগাংরোডস্থ শুভেচ্ছা হাসপাতালে নিয়ে যান। তবে হসপিটালের কর্তব্যরত চিকিৎসক ভিকটিম সালেহা বেগমকে মৃত ঘোষণা করেন।

র‍্যাব বলেন, হত্যার পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল আসামি ফিরোজ। গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হন তারা। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ফিরোজ উক্ত হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছেন বলেও জানান র‍্যাব।

এর আগে সোমবার ভোরে ঢাকা জেলার ডেমরা থানাধীন ডগাইর এলাকা তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *