জাতীয় প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে আমেরিকা প্রবাসীদের শুভেচ্ছা

জাতীয় প্রেসক্লাবের সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় ফরিদা ইয়াসমিনকে যুক্তরাষ্ট্র প্রবাসীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। প্রবাসের সংবাদকর্মী, বীর মুক্তিযোদ্ধা, মার্কিন প্রশাসনে নির্বাচিত জনপ্রতিনিধি, কম্যুনিটি এ্যাক্টিভিস্ট, সমাজ-সংগঠকরা ঢাকায় প্রেসক্লাবের সভাপতির কক্ষে এই অভিনন্দন-শুভেচ্ছা জ্ঞাপন করেন।

এসময় নবনির্বাচিত সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন অভিযাত্রায় প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারও সবচেয়ে বেশী আন্তরিক প্রবাসীদের ব্যাপারে। সে ব্যাপারটি বিবেচনায় রেখে সকলে যেন বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠান এটি প্রবাসীদের প্রতি অনুরোধ।

এর আগে ক্লাবের লবিতে নবনির্বাচিত সাধারণ সম্পাদক শ্যামল দত্তকেও প্রবাসের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। উভয় পর্বে ছিলেন নিউহ্যামশায়ার স্টেট রিপ্রেজেনটেটিভ আবুল খান, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া, ফোবানার সাবেক চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, লেখক-সাংবাদিক শিব্বির আহমেদ, বিশ্ববাংলা টোয়েন্টিফোর টিভির সিইও এবং যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের যুগ্ম সম্পাদক আলিম খান আকাশ, ডেইলি কান্ট্রির সম্পাদক হেমায়েত হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *