ট্রিপল ক্রাউন ক্লাবে মেসিকে স্বাগত জানালেন কাকা

ফুটবলে ট্রিপল ক্রাউন ক্লাবের সদস্য খুবই কম। একেবারেই হাতেগোনা। ট্রিপল ক্রাউন হলো, বিশ্বকাপ ট্রফি, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং ব্যালন ডি’অর ট্রফি জয় করা। এতদিন এই তালিকায় ছিলেন আটজন। এবার যোগ হলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিও। সাতবার ব্যালন ডি’অর জয় করেছেন মেসি। চারবার জয় করেছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। এবার বিশ্বকাপটাও জয় করলেন। ট্রিপল ক্রাউন জয়ী মেসিকে এই এলিট ক্লাবে স্বাগত জানালেন ব্রাজিলিয়ান সাবেক তারকা ফুটবলার কাকা।

মেসিকে স্বাগত জানেিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রিপল ক্রাউন ক্লাবের পুরো তালিকাটাই প্রকাশ করেছেন কাকা। এই ক্লাবে ব্রাজিলেরই আছেন তিন জন। এ ছাড়া জার্মানির দুজন এবং ফ্রান্স, ইতালি ও ইংল্যান্ডের একজন করে। কাকা, রোনালদিনহো এবং রিভালদো বিশ্বকাপ জিতেছেন ২০০২ সালে। রিভালদো ১৯৯৯ সালে ব্যালন ডি’অর এবং ২০০৩ সালে এসি মিলানের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ জয় করেন। রোনালদিনহো ২০০৫ সালে ব্যালন ডি’অর এবং ২০০৬ সালে বার্সেলোনার জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ জয় করেন। কাকা ২০০৭ সালে ব্যালন ডি’অর এবং একই বছরে এসি মিলানের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ জেতেন। জার্মানির জার্ড মুলার ও ফ্র্যাঞ্জ বেকেনবাওয়ার বিশ্বকাপ জয় করেন ১৯৭৪ সালে। দুজনেই বায়ার্ন মিউনিখের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ (তৎকালীন ইউরোপিয়ান কাপ) জয় করেন ১৯৭৪, ১৯৭৫ ও ১৯৭৬ সালে। মুলার ১৯৭০ সালে ও বেকেনবাওয়ার ১৯৭২ ও ১৯৭৬ সালে ব্যালন ডি’অর জয় করেন। এর বাইরে ট্রিপল ক্রাউনজয়ী তারকা হলেন জিনেদিন জিদান, পাওলো রোসি এবং ববি চার্লটন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *