দখলদারত্ব নিয়ে আইসিজের মতামত চেয়ে ভোট, যে প্রতিক্রিয়া জানাল ইসরায়েল
ইসরায়েলের দখলদারত্বের কারণে ফিলিস্তিনিদের অধিকার কীভাবে ক্ষুণ্ন হচ্ছে, সে বিষয় খতিয়ে দেখতে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রতি অনুরোধ জানিয়েছে জাতিসংঘ। গত শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে এ–সংক্রান্ত একটি প্রস্তাব আনা হয়। এক ভোটাভুটির মাধ্যমে ওই প্রস্তাব গৃহীত হয়।
ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাবের নিন্দা জানিয়েছে ইসরায়েল। প্রস্তাবটিকে ‘ঘৃণ্য’ বলে অভিহিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
তবে প্রস্তাব গৃহীত হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন।
গৃহীত প্রস্তাবে ইসরায়েলের দখলদারির কারণে ফিলিস্তিনিদের অধিকার কীভাবে ক্ষুণ্ন হচ্ছে, তা খতিয়ে দেখতে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রতি অনুরোধ জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের সাধারণ পরিষদে আইসিজের মতামত চেয়ে আনা প্রস্তাবের পক্ষে ভোট দেয় ৮৭টি দেশ। প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় ইসরায়েল, যুক্তরাষ্ট্রসহ ২৪টি দেশ। ভোটদানে বিরত থাকা সদস্যদেশের সংখ্যা ৫৩।
গত শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাবটি আনা প্রস্তাবটি ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করেছে।
উগ্র ডানপন্থী নেতা নেতানিয়াহু গত বৃহস্পতিবার ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। ক্ষমতা গ্রহণের পরই তিনি ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে নতুন করে ইহুদি বসতি সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। আর নেতানিয়াহুর ক্ষমতা গ্রহণের এক দিন পরই জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে প্রস্তাব গৃহীত হলো।