বরগুনায় জাতীয় সমাজ সেবা দিবস পালিত

গোবিন্দ মালাকার,বরগুনাঃ ‘উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়,দেশ গড়বো সমাজসেবায়”-এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় বরগুনায় ও উদযাপিত হচ্ছে জাতীয় সমাজসেবা দিবস”২৩।

সোমবার( ২ জানুয়ারী)বরগুনা জেলা প্রসাশন ও সমাজ সেবার আয়োজনে বরগুনা জেলা প্রশাসক এর কার্যালয় থেকে এক বর্নাট্য র্্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্প কলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক জনাব মো. হাবিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব মো. জাহাঙ্গীর কবির, পুলিশ সুপার জনাব মোঃ আব্দুস ছালাম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. মোতালেব মৃধা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আবদুর রশিদ, সিভিল সার্জন ডা: ফজলুল হক সহ জেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক জনাব মো. সহিদুল ইসলাম।

আলোচনা শেষে তিনজনকে হুইল চেয়ার বিতরন করা হয়। হুইল চেয়ার প্রাপ্ত ব্যাক্তিরা হলেন, ৪ নং কেওড়াবুনিয়ার আব্দুল বারেক (৬৫), ২ নং গৌরীচন্না ইউনিয়নের আব্দুল লতিফ (৭০), বরগুনা পৌরসভার ৬ নং ওয়ার্ডের মো. মাহফুজ (১৩)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *