যে কারণে চলতি বছর কানাডায় বাড়ি কিনতে পারবে না বিদেশিরা

বিদেশি বিনোয়োগকারীদে বাড়ি কিনতে না দেওয়ার সিদ্ধান্তের দ্বারপ্রান্তে কানাডা। দেশটিতে চলমান আবাসন সঙ্কট কাটাতেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

পহেলা জানুয়ারি থেকে কার্যকর হওয়া আইনটিতে বলছে, আগামী দুই বছর কানাডায় বিদেশি বিনিয়োগকারীরা বাড়ি কিনতে পারবে না। দেশটির অনেক রাজনীতিবিদ মনে করেন, বিদেশি বিনিয়োগকারীদের বাড়ি কেনার ফলেই আবাসন খাতে সঙ্কট তৈরি হয়েছে।

আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ক্যাম্পেইন ওয়েবসাইটে বলা হয়েছে, ‘কানাডিয়ান বাড়ির আকাঙ্ক্ষা মুনাফাভোগী, ধনী কর্পোরেশন এবং বিদেশী বিনিয়োগকারীদের আকর্ষণ করছে।’ তাদের মতে, এটাই দেশটির আবাসন খাতের সঙ্কটের বড় কারণ। এর জন্যই দেশটিতে বাড়ির দামও হচ্ছে আকাশ ছোঁয়া।
কানাডিয়ান রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২০২২ সালের শুরুতে বাড়ির গড় মূল্য ৮ লাখ কানাডীয় ডলারের (৬ কোটি ৭ লাখ টাকা) চেয়ে বেশি ছিল। গত মাসে তা কমে ৬ লাখ ৩০ হাজার কানাডীয় ডলারে (৪ কোটি ৭৮ লাখ টাকা) দাঁড়িয়েছে।

কানাডার জাতীয় জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, দেশটিতে বিদেশিদের মালিকানায় থাকার ঘরবাড়ির সংখ্যা ৫ শতাংশের কম। বিশেষজ্ঞরা বলছেন, বিদেশি ক্রেতাদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে স্থানীয়দের কাছে বাড়িঘর সহজলভ্য করার যে প্রত্যাশা করা হচ্ছে, তাতে খুব একটা লাভ হবে না। তার চেয়ে বেশি করে বাড়িঘর নির্মাণের পরামর্শ দিয়েছেন তারা।

সূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *