সিদ্ধিরগঞ্জে শুল্ক ফাঁকি দেওয়া বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি কাপড়সহ একজনকে আটক করেছে কোস্ট গার্ড। জব্দকৃত শাড়ির আনুমানিক বাজার মূল্য প্রায় সোয়া ১৬ কোটি।

সোমবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

আটক আসামির নাম মো. আনোয়ার হোসেন (৩৫)। তিনি কুমিল্লার দেবিদ্বার এলাকার বাসিন্দা।
লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে কোস্ট গার্ড ঢাকা জোনের অধীনে বিসিজি স্টেশন পাগলা মাধ্যমে স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শামস সাদেকীনের নেতৃত্বে সাইনবোর্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক কুমিল্লা থেকে ঢাকাগামী দুটি কাভার্ড ভ্যানকে থামার জন্য সংকেত দেন কোস্ট গার্ডের সদস্যরা। কিন্তু সংকেত অমান্য করে কাভার্ড ভ্যান দুটি এগিয়ে যেতে থাকে। পরে কোস্ট গার্ডের সদস্যরা ধাওয়া করে গাড়ি দুটি আটক করেন। পরে গাড়ি দুটিতে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা ৮ হাজার ৩৬১ পিস শাড়িসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।

এ বিষয়ে তিনি আরও বলেন, জব্দকৃত শাড়ির আনুমানিক বাজার মূল্য প্রায় ১৬ কোটি ২০ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় আটক আনোয়ারকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *