সুইজারল্যান্ডে দারুণ মেজাজে তৈমুর, কী লিখলেন কারিনা?

ইংরেজি নতুন বছর উদযাপন করতে সপরিবারে সুইজারল্যান্ডে গিয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। ছুটিতে তাদের কেমন সময় কাটছে, তা যেন থেকে থেকেই একের পর এক ভেসে উঠছে ইনস্টাগ্রামের পাতায়। অনুরাগীদেরও নিজের পারিবারিক জীবনের ভাল মুহূর্তের সঙ্গী করতে চান কারিনা কাপুর খান। তেমনই একটি মুহূর্ত তিনি শেয়ার করেছেন তার সামাজিক মাধ্যমে।

ছবিটি অবশ্য কারিনার নয়। ছবিতে ঝকঝকে পোশাকে দারুণ মেজাজে দেখা যাচ্ছে যাকে, সে তৈমুর। কালো জ্যাকেট আর সাদা শার্টে তৈমুরকে দেখে বোঝা যাচ্ছে দারুণ আনন্দ করছে সে। ক্যামেরার দিকে তাকিয়ে বিশেষ ভঙ্গিমায় হাত দুটো ছড়িয়ে পোজ দিয়েছে নবাব-পুত্র। কারিনার আদরের ‘টিমটিম’।

ছবির ক্যাপশনে কারিনা লিখেছেন, “২০২৩-এ জমকালো মেজাজে। আমার টিমটিম।”
তৈমুরের কালো জ্যাকেটের এক দিকে স্পাইডারম্যানের মুখ। চোখে সাদাকালো চশমা। হাতের দু’আঙ্গুল ছড়িয়ে শান্তির প্রতীক দেখাচ্ছে সে। তার আনন্দের আতিশয্য স্পষ্ট মুখের ভাব ভঙ্গিতে।

সুইজারল্যান্ড থেকে এর আগে নিজের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েছিলেন কারিনা। সেই ছবিতে তাকে মোহময়ী লাগছে বলে মন্তব্য করেছেন তার বিনোদনজগতের বন্ধুরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *