সেরাটা দিতে চান মৃত্যুঞ্জয়

গত বিপিএলে দারুণ পারফর্ম করেছেন মৃত্যঞ্জয় চৌধুরী। স্লগ ওভারে তার বোলিং নজর কেড়েছে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে ৮ ম্যাচে নিয়েছিলেন ১৫ উইকেট। এবার আরও অনেক বেশি পরিণত তিনি। টি-টেন লিগে খেলার অভিজ্ঞতা এবার বিপিএলে কাজে লাগিয়ে ঝলক দেখাতে চান এ তরুণ।

সোমবার দলের অনুশীলনের ফাঁকে মৃত্যুঞ্জয় বলেন ‘গত এক মাস আগে আমি টি-টেন খেলতে গিয়েছিলাম। আমি বলবো যে এটা আমার জীবনের সবচেয়ে বড় মুহূর্ত যে এতো সুন্দর জায়গায় খেলতে পারলাম। আর অভিজ্ঞতার দিক থেকে আমার ক্যারিয়ারে ওই এক মাস ছিল সবচেয়ে ভালো অভিজ্ঞতা।’

এবারও পুরোটা উজাড় করে দিতে চান এই তরুণ। তিনি বলেন, ‘আমি বিশ্বমানের বোলার আমিরের সাথে ছিলাম, সাকিব ভাইয়ের খুব কাছে ছিলাম এবং বিশ্বমানের খেলোয়াড়দের আমি কাছ থেকে দেখেছি। সে হিসাবে আমি বলবো আমার ২-৩ বছরের অভিজ্ঞতা হয়েছে, খুব সুন্দর অভিজ্ঞতা সংক্ষিপ্ত ফরম্যাটের জন্য। আমি এটা কাজে লাগানোর চেষ্টা করবো।’
বড় ব্যাটারদের বল করতেও এখন ভয় পান না মৃত্যুঞ্জয়, ‘একটা জিনিস আগে ভয় পেতাম বড় ব্যাটারের সামনে পড়লে কেমন হবে এরকম…গত টি-টেনটা আমাকে ১০০ শতাংশ আত্মবিশ্বাসী করে দিয়েছে যে দুনিয়ার যেই থাকুক না কেন আমি আমার সেরাটা দিব এবং ভালো কিছু করবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *