৯৯৯ নম্বরে ফোন, ক্লিনিকে আটকে রাখা নারীকে উদ্ধার করেছে পুলিশ

৪ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর ফেনী শহরের সুমন আরা ডেন্টাল ক্লিনিক থেকে এক নারীকে উদ্ধার করছে পুলিশ। রবিবার রাত সাড়ে ১০ টার দিকে শহরের বড় মসজিদ সংলগ্ন ক্লিনিকটি থেকে ওই নারীকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ৯৯৯ এ ফোন পেয়ে তারা ক্লিনিকের তালা খুলে নারীটিকে উদ্ধার করে। ঐ নারীর অভিযোগ তাকে মোটা অংকের বেতনে চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে গত রবিবার সকালে প্রতিষ্ঠানটিতে ডেকে নেয় কতৃপক্ষ। একপর্যায় সারাদিন অফিসের বিভিন্ন কাজ করিয়ে রাত ৮টার দিকে অফিস বন্ধ করার সময় বাইরে তালা দিয়ে ঐ নারীকে আটকে রেখে চলে যান প্রতিষ্ঠানের মালিক সুমন।

এ ব্যপারে ফেনী মডেল থানার পরিদর্শক মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঐ নারীকে একটি তালাবদ্ধ কক্ষ থেকে উদ্ধার করা হয়। এসময় একই প্রতিষ্ঠানের এক কর্মচারী থেকে চাবি নিয়ে তালা খুলে মেয়েটিকে উদ্ধার করি। মেয়েটি এখনো থানায় কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে জানান তিনি।

এদিকে ঘটনার বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বেশকজন স্থানীয় লোকজন জানান, এর আগেও একই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নারী সংক্রান্ত অসংখ্য অভিযোগ রয়েছে। কিন্তু প্রতিষ্ঠান মালিক বিভিন্নভাবে ম্যানেজ করে প্রত্যেকটি ঘটনা ম্যানেজ করে ফেলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *