বাংলাদেশের এক দল বাইকারের ইন্ডিয়ার গোয়া জয়

অনলাইন ডেস্ক

বাংলাদেশের ৮ জনের একদল বাইকার ও ইউটিউবার ঢাকা থেকে টিভিএস অ্যাপাচি আরটিআর মডেলের মোটরসাইকেল ৩৫০০ কিলোমিটারেরও বেশি রাইড করে ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত পর্যটন নগরী গোয়া-এ পৌঁছানোর কৃতিত্ব অর্জন করেছেন। পুরো ভ্রমণটি সম্পন্ন করতে এই দলটির সময় লেগেছে মাত্র ৮ দিন। এ দলের সদস্যরা হলো এস এম নাভিদ ইশতিয়াক তরু (চকলেট বাইকার), সাইফুল্লাহ সানী (সানী গিরি), অ্যাপাচি ওনার্স গ্রুপের সদস্য আশিক মাহমুদ, মো. তৌহিদুজ্জামান জিয়া, জয় দে, আলিফ-আল-শাফিন এবং বাইক বিডি গ্রুপের সদস্য তাহসান খান ও মো. কামরুজ্জামান শুভ।

তাদের এই ভ্রমণের উদ্দেশ্য আকর্ষণীয় বাইকিং উৎসব ‘টিভিএস মোটোসউল ২০২৩’-এ অংশগ্রহণ করা।

‘টিভিএস মোটোসউল ২০২৩’ ইভেন্টটি মূলত মানুষ এবং মেশিনের মধ্যে বন্ধন উদযাপন করে। এটি একটি দুই দিনের উৎসব যা সারাবিশ্বের বাইকিং সম্প্রদায়কে একই ছাতার নিচে নিয়ে আসে। মোটরসাইকেল চালানোর অদম্য চেতনা উদযাপন করার, রেসিং এবং বাইকিং ভ্রাতৃত্বের কিংবদন্তীদের সাথে যোগাযোগ করার এবং রাইডিং ভ্রাতৃত্বের বার্তা নিজ এলাকায় ছড়িয়ে দেওয়ার জন্য এটি একটি প্ল্যাটফর্ম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *