ডায়ালাইসিস ফি বৃদ্ধির প্রতিবাদে চমেক হাসপাতালে বিক্ষোভ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কিডনি ডায়ালাইসিসের ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করেছেন রোগীরা। রবিবার সকাল ১১টার দিকে হাসাতালের নিচ তলা কিডনি ডায়ালাইসিস সেন্টারের সামনে তারা আন্দোলন করেন। বেসরকারি প্রতিষ্ঠান সেন্ডর ডায়ালাইসিস সেন্টারটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে পরিচালনা করছে।

আন্দোলনরত রোগী ও রোগীর স্বজনরা বলেন, প্রতি মাসে একজন রোগীকে ৮ বার কিডনি ডায়ালাইসিস করতে হয়। এর মধ্যে দুইবার ২৭৯৫ টাকা করে পরিশোধ করলেও বাকি ৬ বার ৫১০ টাকা করে পরিশোধ করতে হয়। কিন্তু নতুন বছরের শুরুতে এসে দুইবারের পরিবর্তে তা চারবার করা হয়। তাও আবার ফি বাড়িয়ে ২৯৩৫ টাকা করা হয়েছে। আর বাকি চারবার ৫৩৫ টাকা করা হয়েছে। ফলে প্রতি রোগীর ডায়ালাইসিস ফি প্রায় দ্বিগুণ বেড়ে যায়।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান বলেন, মন্ত্রণালয় থেকে দেওয়া নির্দেশনা অনুযায়ী সাড়ে ৬ হাজার জন ডায়ালাইসিস সুবিধা পাবে। তাছাড়া চুক্তিমতে প্রতিবছর ৫ শতাংশ বাড়ে। আমরা সরকারি নিয়মের বাইরে যাওয়ার সুযোগ নেই। তবে বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। আশা করছি, একটা সমাধান আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *