বৃদ্ধার গলায় অস্ত্র ধরে লুটের ঘটনায় নাতিসহ আটক ৪
মেহেরপুর প্রতিনিধি
বৃদ্ধার গলায় দেশীয় ধারাল অস্ত্র (দা) ধরে পাঁচ লাখ টাকা লুটের ঘটনায় বৃদ্ধার নাতি মোবাশ্বের জাকারানিসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃত অন্যরা হলেন গাংনী উপজেলার চৌগাছা গ্রামের মনির হোসেন(১৬), একই এলাকার সাইদ(১৭) ও গাংনী বাজারের তাহমিদ(১৫)।
মেহেরপুর জেলা ডিবি ওসি সাইফুল আলম জানান, সিসিটিভি ফুটেজ দেখে প্রথমে বৃদ্ধার নাতি মোবাশ্বের জাকারানিকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় বাকি তিনজনকে আটক করা হয়। আসামিরা গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির ঘটনা স্বীকার করে। আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই এর কাজে ব্যবহৃত পোশাক, মাস্ক ও দেশী ধারাল অস্ত্র উদ্ধার করে ডিবি পুলিশ।
উল্লেখ্য, গত শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যায় মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ায় প্রগতি ক্লিনিকের পাশে জাহানারা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধার গলায় দেশীয় ধারাল অস্ত্র ঠেকিয়ে ৫ লাখ টাকা ছিনতাই করে নেন দুর্বৃত্তরা। এ ঘটনায় বৃদ্ধার ছেলে মোহাম্মদ বকুল হোসেন বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।