যুদ্ধে ইসরায়েল হেরে গেলে আমেরিকা পরবর্তী টার্গেট : নেতানিয়াহু ফাইল ছবি

অনলাইন ডেস্ক

চলমান গাজা যুদ্ধে যদি ইসরায়েল হেরে যায় তাহলে ইসলামী গেরিলাদের পরবর্তী টার্গেট হবে আমেরিকা এবং ইউরোপ বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তিনি বলেন, চলমান যুদ্ধে আমেরিকা ইসরায়েলকে সমর্থন দিচ্ছে, তবে তাদের যুদ্ধবিরতির আহ্বান এ মুহূর্তে অযোক্তিক। এখন যুদ্ধবিরতি দেওয়া মানে হামাসের কাছে আত্মসমর্পণ করা।

সোমবার ফক্স নিউজ টেলিভিশনের এক সাক্ষাৎকার অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। নেতানিয়াহু বলেন, মধ্যপ্রাচ্য এবং প্রতিবেশী আরব দেশগুলোর স্বার্থে ইসরায়েলকে এই যুদ্ধে বিজয়ী হওয়া উচিত।
এছাড়া, পশ্চিমা জগত এমনকি সারা বিশ্বের স্বার্থে ইসরাইলকে এই যুদ্ধে বিজয়ী হতে হবে। হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইসরায়েলের সামনে বিজয়ের কোনো বিকল্প নেই বলেও তিনি দাবি করেন।

সূত্র : পার্সটুডে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *