শাহবাগে ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার

অনলাইন ডেস্ক
রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘর সংলগ্ন ফুটওভারব্রিজের নিচ থেকে লাল স্কচটেপ মোড়ানো ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে অবিস্ফোরিত ককটেল সাদৃশ্য বস্তু পাওয়া যায় বলে গণমাধ্যমকে জানান রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহ আলম মো. আখতারুল ইসলাম।

তিনি বলেন, স্কচটেপ দিয়ে পেঁচানো বস্তুটি ককটেল কিনা তা নিশ্চিতের জন্য বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। এর আগে, সোমবার দিবাগত মধ্যরাতে বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে পুরান ঢাকার নবাবপুর রোডের ২২২ নম্বর নবাবপুর রোডের একটি বাড়িতে অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ওই বাড়ি থেকে অভিযান শেষে লাল-কালো স্কচটেপ মোড়ানো ৬টি ককটেল ও কিছু বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে র‍্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *