কুকুরের কামড়ে জখম হলে ক্ষতিপূরণ দেবে সরকার!

অনলাইন ডেস্ক

কুকুরের কামড়ে আক্রান্তদের জন্য তাৎপর্যপূর্ণ রায় দিল ভারতের পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। আদালত জানিয়েছেন, পথ কুকুর-সহ অন্যান্য মালিকানাহীন প্রাণীর কামড়ের ঘটনায় ‘প্রাথমিক দায়’ বর্তায় রাজ্য সরকারের উপরেই।

এছাড়াও আদালত জানিয়েছেন, প্রতিটি দাঁতের দাগের জন্য আক্রান্তকে ১০ হাজার রুপি এবং কামড়ে ক্ষত হলে সে ক্ষেত্রে প্রতি ০.২ সেন্টিমিটার ক্ষতের জন্য ন্যূনতম ২০ হাজার রুপি ক্ষতিপূরণ দিতে হবে। সাম্প্রতিককালে এ নিয়ে ১৯৩টি আবেদন জমা পড়েছিল।

পোষা কুকুর হোক বা রাস্তার মালিকানাহীন কুকুর, সারমেয়দের আক্রমণে মারাত্মকভাবে জখম হওয়ার ঘটনা নতুন নয়। মৃত্যুর ঘটনাও ঘটেছে। অক্টোবর মাসে কুকুরের তাড়া খেয়ে পড়ে যান ওয়াঘ বাকরি টি গ্রুপের কার্যনির্বাহী কর্মকর্তা পরাগ দেশাই (৪৯)। মস্তিষ্কের ভিতরে রক্তক্ষরণের কারণে মৃত্যু হয় তার। সেই ঘটনার পরেই নতুন করে ফের মানবাধিকার সংগঠনগুলো দেশের নানা আদালতে এ নিয়ে আবেদন করে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে এ নিয়ে সরব হন। সূত্র: ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *