ভারত মহাসাগরে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক

ভারত মহাসাগরের তলদেশে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে কেঁপে উঠেছে দক্ষিণ এশিয়ার দুই দেশ শ্রীলঙ্কা ও ভারত। পার্শ্ববর্তী দেশ ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্রের (এনসিএস) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার বেলা ২টা ১১ মিনিটে দেশটির দক্ষিণপূর্বে ভারত মহাসাগরের তলদেশে আঘাত হানে ভূমিকম্পটি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২।

বাংলাদেশ সময় দুপুর ১টা ৪১ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে এক হাজার ৩২৬ কিলোমিটার দক্ষিণপূর্বে। এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পটিতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি

এদিকে এনসিএস জানিয়েছে, এই ভূমিকম্প অনুভূত হয়েছে লাদাখের কার্গিল অঞ্চলেও। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ৪। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ইন্দোনেশিয়ার নর্থ সুমাত্রা থেকে এক হাজার ২৯৫ কিলোমিটার দূরে ৬ দশমিক এক মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় এটি আঘাত হানে। সূত্র : দ্য হিন্দু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *