মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদনের সময় বাড়ল

অনলাইন ডেস্ক
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন সরকারি (সব) এবং বেসরকারি (মহানগর ও জেলা সদর উপজেলা পর্যায়) মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে ২০২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি আবেদনের সময় বাড়ানো হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, ভর্চিুচ্ছুক শিক্ষার্থীদের অনলাইন আবেদন ফরম পূরণের সময়সীমা ১৮ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

আবেদন ফরম পূরণের পর রাত ১২টা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে। গত ২৪ অক্টোবর শুরু হয়ে ১৪ নভেম্বর আবেদনের শেষ সময় ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *