সেমিফাইনাল: ভারতের সম্ভাব্য একাদশ

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের ১৩তম আসরের প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ভারত-নিউজিল্যান্ড। বুধবার দুপুর আড়াইটায় ভারতের মুম্বাইয়ের ওয়াংখেড়ে শুরু হবে ম্যাচটি।

চলতি বিশ্বকাপে দুর্দান্ত সময় পার করছে ভারত। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই এমন দাপুটে পারফরম্যান্স করেছে যে কোনো দুর্বলতাই খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্যাটিং-শক্তিতে থাকা ভারত বোলিংও এবার রীতিমতো বিধ্বংসী।

ম্যাচের আগের দিন মঙ্গলবার সংবাদ সম্মেলনে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা বলেন, বিশ্বকাপের চলতি আসরে ঘরের মাঠে চাপ সামলে আমরা ৯টি ম্যাচ জিতেছি। চাপ সামলেই আমরা শিরোপা জিততে চাই।
তিনি আরও বলেন, ভারত যখন প্রথম বিশ্বকাপ জিতে এই দলের অর্ধেকের বেশি ক্রিকেটারের তখন জন্মই হয়নি। ভারত যখন সবশেষ ২০১১ সালের বিশ্বকাপ জিতে বর্তমান দলের অর্ধেক তখন খেলাই শুরু করেনি।

ভারতের সম্ভাব্য একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সুরাইয়া কুমার যাদব, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *