আখাউড়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে আজমপুর রেলক্রসিংয়ের দক্ষিন পাশের জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুল ইসলাম বলেন, দুপুরে সংবাদ পেয়ে পুলিশ আজমপুর রেলক্রসিংয়ের দক্ষিন পাশের জমি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, ওই ব্যক্তির মরদেহ পরিচয় শনাক্ত করতে পিবিআই ফিঙ্গারপ্রিন্ট নিয়েছেন। তারপরও পরিচয় শনাক্ত হয়নি।