ওয়াগনারকে নিষিদ্ধ ঘোষণা করল যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক

রাশিয়ার ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনারকে নিষিদ্ধ ঘোষণা করল যুক্তরাজ্য। একই সঙ্গে এই বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়ে দেশটি।

বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের মৃত্যুর কয়েক সপ্তাহের মাথায় এ সিদ্ধান্তের কথা জানাল যুক্তরাজ্য সরকার।

গত সপ্তাহে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান ওয়াগনারকে ‘বৈশ্বিক নিরাপত্তার হুমকি’ বলে উল্লেখ করেন। এরপর সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করার প্রস্তাব দেন তিনি।
শুক্রবার যুক্তরাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে এর অনুমোদন দিয়েছে। আদেশ অনুযায়ী, যুক্তরাজ্যে এ বাহিনীর সদস্য হওয়া, তাদের সমর্থন করা এবং ওয়াগনারের পতাকা বা লোগো প্রদর্শন করা অপরাধ।

যুক্তরাজ্যে এখন আধা সামরিক বাহিনীটিকে সহযোগিতা করলে জরিমানা গুনতে হবে। এমনকি তাদের ১৪ বছর পর্যন্ত কারাদণ্ডও হতে পারে।

যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৭৮টি সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। এ তালিকায় এবার ওয়াগনারও যুক্ত হল। সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *