‘জনগণের পক্ষে কথা বলা মানেই সরকারের বিরুদ্ধে কথা বলা’

লালমনিরহাট প্রতিনিধি

বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, সরকার আইন সংস্কার করে দেশে একনায়কতন্ত্র কায়েম করছে। এ সরকার গণতন্ত্র ও অর্থনীতিকে ধ্বংস করছে। একসময় মানুষ আর টেলিভিশন দেখবে না। টেলিভিশনগুলিতে সরকারের গুণাবলী প্রকাশ হবে। দেশের মানুষ এক টাকা পায় না কিন্তু দেশ থেকে হাজারো কোটি টাকা পাচার হচ্ছে। দুর্নীতিতে দেশ ভেসে গেছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় লালমনিরহাট রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠে জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জনগণের পক্ষে কথা বলা মানেই বর্তমান সরকারের বিরুদ্ধে কথা বলা।

ডিজিটাল সিকিউরিটি আইনের বরাত দিয়ে জিএম কাদের আরও বলেন, সাংবাদিক, সচেতন নাগরিক, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আন্তর্জাতিক বিষয়কেও কথা বলতে দিচ্ছে না সরকার। এতে বাক-স্বাধীনতাকে বাধাগ্রস্ত করা হচ্ছে।
তিনি বলেন, দেশের মালিক জনগণ, কিন্তু সরকার তাদের সমালোচনা করার সুযোগ দিচ্ছেন না। সরকার রাষ্ট্রকে নিজের মত করে ব্যবহার করছে। যেখানে জনগণের কোন কথা শুনছে না। যেখানে সরকারের ইচ্ছে মত দেশকে ব্যবহার করছে সেখানে বলা যায় এটি একটি গণতন্ত্রহীন সরকার ব্যবস্থা।

জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান বক্তা পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মজিবুল হক চুন্নু এমপি সরকারের সমালোচনা করে বলেন, বিদ্যুতের কথা বলে সরকার টাকার লুটপাট করেছে। বর্তমানে এক এমপি ১৪ কোটি টাকা দিয়ে বাড়ি করল, কিভাবে টাকা পেল। আমরা এমপি হয়েও এত টাকা দিয়ে বাড়ি করতে পারি না।

তিনি আরো বলেন, বিএনপি ও আওয়ামী লীগের চরিত্র একই। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ে বলেন, আমরা কোথায় আছি, একটা ডিমের দাম ১৫ টাকা।

জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা জাতীয় পার্টির আহবায়ক ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরিফা কাদের এমপি। জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাহিদ হাসানের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবুল হোসেন বাবলা এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজউদ্দিন আহমেদ এমপি, কে টি ইউ তাসুর রহমান এমপি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল ইসলাম ভূঁইয়া, মেজর অফ রানা মো. সোহেল এমপি, চেয়ারম্যানের উপদেষ্টা পনির উদ্দিন আহমেদ এমপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *