দুমকিতে চোরাই গরু উদ্ধার, গ্রেফতার ২

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
ঝালকাঠির নলচিঠি উপজেলার রায়পুরা গ্রামের চোরাই গরু পাচারকালে লেবুখালীর পায়রা সেতুর টোলপ্লাজায় উদ্ধার হয়েছে। এসময় চোরাই গরু পরিবহনে ব্যবহৃত নীল রঙের একটি পিকআপসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা পুলিশ সূত্র জানায়, শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় নীল রঙের একটি পিকআপ ভর্তি চোরাই গরু পাচারকালে লেবুখালী পায়রা সেতুর চেকপোস্টে কর্তব্যরত পুলিশের হাতে ঝন্টু হাওলাদার (৩৮) ও আশিকুর রহমান (২৬) নামে চোরচক্রের দুই সদস্য গ্রেফতার ও পিকআপসহ একটি চোরাই বকনা বাছুর উদ্ধার হয়।

আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে নলচিঠি উপজেলার মগর ইউনিয়নের রায়পুরা থেকে বকনা বাছুরটি চুরি করে আনার স্বীকারোক্তি দিয়েছে। এ ঘটনায় শুক্রবার নলচিঠি থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ও চোরাই গরুর মালিক শামিম আহম্মেদ শুক্রবার বিকেলে দুমকি থানায় এসে উদ্ধার হওয়া গরুটি শনাক্ত করলে আটক ব্যক্তিরা ও জব্দকৃত পিকআপসহ গরুটি নলচিঠি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *