দ্বিতীয়বার অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য হলেন প্রফেসর শাহী আলম

নিজস্ব প্রতিবেদক, সিলেট

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হিসেবে ফের মনোনীত হয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরেনারি সাইন্সের প্রফেসর ড. গোলাম শাহি আলম।

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭ এর ৬(২) এবং ৯ (১) ধারা অনুসারে তিনি দ্বিতীয় মেয়াদে নিয়োগ লাভ করেছেন।

গত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ বিভাগের উপ-সচিব ড. মোহাম্মদ ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে প্রফেসর শাহি আলমকে এ নিয়োগ দেওয়া হয়।
আগামী চার বছর তিনি পূর্ণকালীন সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে তিনি ১৮ জুন ২০১৯ তারিখে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য পদে ৪ (চার) বছরের জন্য নিয়োগ লাভ করেন।

প্রফেসর ড. গোলাম শাহি আলম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন বিজ্ঞানী ও দেশবরেণ্য শিক্ষাবিদ। তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে তিনি ২০১৭ সালে অবসরগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *