প্রতিপক্ষের হামলায় নারী নিহত
নেত্রকোনা প্রতিনিধি:
বাড়ির আঙ্গিনায় গাছে গরু বাধার জেরে দুই প্রতিবেশির বিরোধে প্রতিপক্ষের হামলায় সুফিয়া আক্তার (৬০) নামের এক ষাটোর্ধ নারী নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি গ্রামে ঘটনাটি ঘটে। তিনি ওই গ্রামের নূর উদ্দিনের স্ত্রী।
পুলিশ, এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পাঁচহার বড়বাড়ি গ্রামে নুর উদ্দিনের পরিবারের সাথে প্রতিবেশি আঙ্গুর মিয়া গংদের পূর্ব থেকে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিলো। শনিবার বিকেলে বাড়ির আঙিনায় একটি গাছের সাথে গরু বাধেন সুফিয়া। কিন্তু আঙ্গুর মিয়ার পরিবারের দাবি গাছটি তাদের জমিতে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন হামলা করে সুফিয়া আক্তারকে মারাত্মক আহত করে। অন্যান্য প্রতিবেশি ও স্বজরা বৃদ্ধাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ সন্ধ্যায় হাসপাতাল থেকে নিহতের মরদেহটি থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি মো. আলী হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি নেত্রকোনা জেলা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।