ফরিদপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ফরিদপুর পৌর কর্তৃপক্ষ। শনিবার দুপুর ১২টায় স্থানীয় অম্বিকা মেমোরিয়াল হলে এক সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।
ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোসের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল, ফরিদপুর পৌরভার নির্বাহী প্রকৌশলী মো সামসুল আলম, সচিব তানজিলুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ফরিদপুর পৌর এলাকায় অবস্থিত বিভিন্ন স্কুলের ৫০২ জন কৃতি শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এসময় পৌরসভায় অবস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা ছাড়াও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।