যে কারণে সৌদির সাথে নিয়মিত যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক
ঘটা করে তেল উৎপাদন কমানোর কার্যক্রম শুরু করে সৌদি আরবসহ তেল উৎপাদক দেশগুলো। রাশিয়াও যোগ দিয়েছে এই জোটের সিদ্ধান্তের সাথে। ফলে তরতর করে বিশ্ব বাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জানিয়েছেন, তেলের সরবরাহ স্থিতিশীল পর্যায়ে রাখতে সৌদি আরবের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে তার দেশ।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থা শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, চাহিদা বাড়তে থাকায় কম সরবরাহের কারণে বিশ্ব তেলের বাজার চলতি বছরের শেষাংশে আরো অস্থিতিশীল হয়ে উঠতে পারে।
সুলিভান হোয়াইট হাউজের ব্রিফিংয়ে বলেছেন, এ বিষয়ে জি২০ সম্মেলনের সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে কথা বলেছেন।
সূত্র: আল জাজিরা