যে লজ্জার রেকর্ড গড়লেন রোহিত
অনলাইন ডেস্ক
বাংলাদেশের বিরুদ্ধে বিরাট কোহলির লজ্জার রেকর্ড স্পর্শ করেছেন তার সতীর্থ রোহিত শর্মা। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুক্রবার বাংলাদেশের বিপক্ষে আউট হয়েছেন ০ রানে। প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা বাংলাদেশের তানজিম হাসান সাকিবের দ্বিতীয় বলে আউট হন তিনি।
আর এতেই কোহলির একটি লজ্জার রেকর্ড ছুঁয়ে ফেলেন রোহিত। এই নিয়ে এক দিনের ক্রিকেটে ১৫ বার শূন্য রানে (ডাক) আউট হলেন রোহিত। কোহলিও এক দিনের ক্রিকেটে ১৫ বার শূন্য রানে আউট হয়েছেন। এই তালিকায় তারা রয়েছেন যুগ্ম ভাবে ষষ্ঠ স্থানে। এক দিনের ক্রিকেটে সব থেকে বেশি বার শূন্য রানে আউট হওয়ার লজ্জার নজির রয়েছে শচীন টেন্ডুলারের। তিনি ২০ বার শূন্য রানে আউট হয়েছিলেন।
শচীন অধিনায়ক হিসাবে দু’বার শূন্য রানে আউট হয়েছিলেন। বীরেন্দ্র শেবাগ অধিনায়ক হিসাবে দু’টি ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন। রোহিতও অধিনায়ক হিসাবে দ্বিতীয় বার শূন্য রানে আউট হলেন। কোহলি অধিনায়ক হিসাবে তিন বার শূন্য করেছিলেন। অধিনায়ক হিসাবে সব থেকে বেশি বার শূন্য রানে আউট হয়েছিলেন সৌরভ গাঙ্গুলি।
২০২২ সালের ১৪ জুলাই শেষ বার শূন্য রানে আউট হয়েছিলেন রোহিত। লর্ডসে সে বার প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। ভারতীয় দলের স্থায়ী অধিনায়ক হওয়ার পর সেটাই তার প্রথম শূন্য রানে আউট হওয়া। উল্লেখ্য, রোহিত পর পর তিন ম্যাচে অর্ধশতরান করার পর শুক্রবার রান পাননি।