রৌমারী-চিলমারী রুটে ফেরি চালু হচ্ছে রবিবার
কুড়িগ্রাম প্রতিনিধি
দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে চিলমারী উপজেলার রমনাঘাটে চিলমারী-রৌমারী রুটে ফেরি চলাচল শুরু হচ্ছে। ইতোমধ্যে ‘কুঞ্জলতা’ নামের একটি ফেরি চিলমারীর রমনা ঘাটে এসে পৌঁছায়। শুক্রবার সন্ধ্যায় আরিচা ঘাট থেকে ফেরিটি চিলমারী নদীবন্দরে সংযুক্ত করা হয়েছে। এর আগে সংযোগ সড়ক, পল্টুনসহ সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়।
আগামীকাল রবিবার থেকে চিলমারী-রৌমারী নৌরুটে ফেরি চলাচল শুরু হবে বলে বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিটিএ’র উপ-পরিচালক মাহফুজ আলম সজল।
ব্রহ্মপুত্র নদ জেলার রৌমারী-রাজীবপুর এ দুই উপজেলাবকে আলাদা করে রেখেছে। এ দুই উপজেলার হাজার হাজার মানুষকে জেলা শহরে যাতায়াত করতে একমাত্র নৌকার ওপর ভরসা করতে হয়। বর্ষা মৌসুমে অনেক ঝুঁকি নিয়ে তারা জেলা শহরে আসেন নৌপথে। অন্যদিকে শুষ্ক মৌসুমে চরাঞ্চলে আটকে যায় নৌকা। ফলে দুর্ভোগের সীমা থাকে না তাদের। এছাড়াও অনেককে গুণতে হয় বাড়তি ভাড়া। এরই মধ্যে থেকে ফেরি চলাচল করলে কমে আসবে ভোগান্তি বলে সবার ধারণা।
তবে স্থানীয়দের দাবি, বর্ষা মৌসুমে ফেরি চলাচল করতে পারলেও শুকনো মৌসুমে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচলে যথেষ্ট বিঘ্ন সৃষ্টি হয়।