শ্বশুরবাড়িতে অগ্নিসংযোগের মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :

চট্টগ্রামে শ্বশুরবাড়িতে অগ্নিসংযোগের এক মামলায় ৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত মো. রকিবুল হাসান মিন্টু (৩৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার নগরীর পাঁচলাইশ থানার রহমাননগর আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে শনিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।

মিন্টুর বাড়ি আনোয়ারা উপজেলার পরৈকোড়া এলাকায়। তিনি শ্বশুরবাড়িতে অগ্নিসংযোগ মামলার সাজাপ্রাপ্ত আসামি। র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, ফিরোজা নামের এক নারীর সাথে প্রেমের সূত্র ধরে তাকে বিয়ে করে মিন্টু। পরে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। এরপর ২০১৩ সালের ১১ জুন রাতে মিন্টু তার সহযোগীদের নিয়ে শ্বশুরবাড়িতে আগুন লাগিয়ে দেয়। এতে বাড়িটির প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়। এ ঘটনায় ভুক্তভোগীরা আনোয়ারা থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে পলাতক ছিলেন মিন্টু। পরবর্তীতে তার অনুপস্থিতিতে আদালত ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বলেন, মিন্টু পাঁচলাইশ থানার রহমাননগর আবাসিক এলাকায় অবস্থান করছে জানতে পেরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *