হেলপারের হাতে বাস চালক খুন
নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে হেলপারের এলোপাতাড়ি ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন এক বাস চালক। শুক্রবার রাত ১১টার দিকে দক্ষিণ সুরমাস্থ জাফলং বাসস্ট্যান্ডের পার্শ্ববর্তী তাজমহল হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত বাস চালক সাদিক আহমদ (২৮) সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর এলাকার বাসিন্দা। আর খুনের দায়ে অভিযুক্ত হেলপার মোরশেদ আহমদ জৈন্তাপুর উপজেলার পানিছড়া এলাকার বাসিন্দা।
জানা গেছে, সাদিক যে গাড়ি চালাতেন সেটির হেলপার ছিলেন মোরশেদ। ভাড়া আদায় নিয়ে বিরোধের জের ধরে শুক্রবার রাতে হেলপার মোরশেদ চালক সাদিকের গলার নিচে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় কয়েকজন লোক প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ও পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে ওসমানী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দক্ষিণ সুরমার ওসি মো. শামসুদ্দোহা হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।