ইতালির দ্বীপে শরণার্থী নৌকায় মিলল নবজাতকের মরদেহ
অনলাইন ডেস্ক
ইতালীয় উপকূলরক্ষী বাহিনী ল্যাম্পেদুসায় শরণার্থী বহনকারী একটি নৌকা থেকে এক নবজাতককে মৃত অবস্থায় পেয়েছে। এএনএসএ নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে।
এ বছর প্রায় ১ লাখ ২৬ হাজার অভিবাসী ও শরণার্থী ইতালিতে পৌঁছেছে, যা ২০২২ সালের একই তারিখের তুলনায় প্রায় দ্বিগুণ।
ল্যাম্পেদুসায় এই সপ্তাহেই হাজার হাজার মানুষ অবতরণ করেছে, যা দ্বীপের স্থায়ী জনসংখ্যার চেয়েও বেশি। শরণার্থী আগমন বৃদ্ধি পাওয়া নিয়ে দ্বীপের কয়েক ডজন নাগরিক প্রতিবাদ জানিয়েছে।
ইতালির কোস্ট গার্ড জানিয়েছে, নৌকায় ভ্রমণের সময় শিশুটির জন্ম হয়। উদ্ধার অভিযানে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে চলতি শুরুতে উত্তর আফ্রিকা থেকে অভিবাসী ও শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে ল্যাম্পেদুসার কাছে পাঁচ মাস বয়সী এক শিশু মারা যায়। সূত্র: আল জাজিরা