উত্তর কোরিয়ার অস্ত্র ইউক্রেন যুদ্ধে বড় পার্থক্য তৈরি করবে না : মার্ক মিলে

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল মার্ক মিলে বলেছেন, উত্তর কোরিয়া যুদ্ধে রাশিয়ার আর্টিলারি যুদ্ধাস্ত্র সরবরাহ বাড়াতে সক্ষম হতে পারে, কিন্তু এটা যুদ্ধে বড় কোনো পার্থক্য তৈরি করতে পারবে না। নরওয়েতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, শনিবার এই বৈঠক শুরু হয়েছে। ন্যাটোর বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হবে।

খবর অনুসারে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সম্প্রতি রাশিয়া সফর করেন। তার এই সফরে অস্ত্র বিকিকিনি নিয়ে চুক্তি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে মার্ক মিলে এই মন্তব্য করলেন।
সেনাবাহিনীর জেনারেল এবং যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান মার্ক মিলে বলেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সাম্প্রতিক বৈঠক সম্ভবত মস্কোকে সোভিয়েত যুগের ১৫২ এমএম আর্টিলারি রাউন্ড সরবরাহ করবে। তবে এটা কী পরিমাণে এবং কবে নাগাদ প্রদান করবে তা এখনও স্পষ্ট নয়।

তিনি প্রশ্ন রাখেন, ‘এটা কী বিশাল পার্থক্য তৈরি করবে?’ এ সময় নিজেই জবাব দেন এভাবে, ‘তা নিয়ে আমার যথেষ্ঠ সন্দেহ আছে।’ অর্থাৎ তার মতে, উত্তর কোরিয়া রাশিয়াকে অস্ত্র দিলেও ইউক্রেন যুদ্ধে সেটা বিশাল কোনো পার্থক্য তৈরি করবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *