কুয়েতে বাংলাদেশ প্রেস ক্লাব দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

কুয়েত প্রতিনিধি
উৎসবমুখর পরিবেশে কুয়েতে বাংলাদেশ প্রেস ক্লাব দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) নির্বাচন সমন্বয়ক জাহাঙ্গীর খান পলাশের পরিচালনায় সভাপতি হয়েছেন মঈন উদ্দিন সরকার সুমন (সময় টেলিভিশন), সহ-সভাপতি মো. জালাল উদ্দিন (আরটিভি) ও আল আমিন রানা (মাই টিভি)।

সাধারণ সম্পাদক হয়েছেন আ হ জুবেদ (বাংলা টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক মো. হেবজু মিয়া (যমুনা টিভি), সাংগঠনিক সম্পাদক সাদেক রিপন (৭১ টিভি), প্রচার সম্পাদক মহসিন পারভেজ (ডিবিসি টিভি), মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন আকতার মৌসুমী (জয়যাত্রা টিভি), দপ্তর সম্পাদক, আবু বক্কর পাভেল (কালবেলা), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সেলিম হাওলাদার (এসএ টিভি), আপ্যায়ন সম্পাদক মোশাররফ হোসেন (দৈনিক ইত্তেফাক সংবাদদাতা), তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিসান মাহমুদ (জাগো নিউজ ২৪), আলোকচিত্র সম্পাদক কাউসার আহমেদ বিহন (স্বাধীন বাংলা), ক্রীড়া সম্পাদক শাহ করিম প্রমূখ।

প্রেসক্লাবের সভাপতি মঈন সুমন বলেন, কুয়েতে প্রায় ২ লাখ ৮০ হাজার প্রবাসী বসবাস করেন। প্রবাসী বাংলাদেশিদের নানা অসংগতি সমস্যা ও সম্ভাবনা কথা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ প্রেসক্লাব, কুয়েত’র সংবাদকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *