নিশ্চিতভাবে এই সরকার আর থাকছে না : দুদু
অনলাইন ডেস্ক
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘নিশ্চিতভাবে এই সরকার আর থাকছে না। সেপ্টেম্বর থেকে বড়জোর অক্টোবর পর্যন্ত- এরপর এ সরকারকে বিদায় নিতে হবে’।
আজ রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত খালেদা জিয়া ও বিএনপি নেতা আমান উল্লাহ আমানের মুক্তির দাবিতে এক সভায় তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, ‘এখন চারপাশে কথাবার্তা শোনা যাচ্ছে এই সরকার আর থাকতে পারবে না। দেশে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হবে। তখন দেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে কে ক্ষমতায় আসবে তা আপনারা জানেন। আওয়ামী লীগ জানে। আওয়ামী লীগের অঙ্গ সংগঠন জানে তাই ভয় পাওয়ার কিছু নেই’।
সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য দেন মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, সাবেক এমপি অ্যাডভোকেট সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক লায়ন মিয়া মো. আনোয়ার প্রমুখ।